আয়কর দপ্তর

IT Raid in WB: জঙ্গিপুরের বিধায়ক জাকিরের বাড়িতে উদ্ধার ‘কুবেরের ধন’!

IT Raid in WB: জঙ্গিপুরের বিধায়ক জাকিরের বাড়িতে উদ্ধার ‘কুবেরের ধন’!
Key Highlights

মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের আবাসিক কারখানা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের আয়করের অভিযানে উদ্ধার নগদ ১১ কোটি টাকা।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতাদের অসুবিধা কমার নামই নিচ্ছে না। এবার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে আয়কর অভিযানের খবর সামনে এসেছে। বলা হচ্ছে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের আবাসিক ও কারখানা চত্বরে হানা দিয়েছে আয়কর দফতর। এর বাইরে পশ্চিমবঙ্গের আরেক টিএমসি নেতার বাড়িতে পৌঁছেছে আইটি দল। এখন পর্যন্ত কীসের ভিত্তিতে আইটি অভিযান চালানো হয়েছে এবং নেতাদের বাড়ি থেকে কী উদ্ধার করা হয়েছে, এই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাদের ভোগান্তি কমার নামই নিচ্ছে না। আবার এক তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে আয়কর অভিযানের খবর সামনে এসেছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের আবাসিক ও কারখানা চত্বরে হানা দিয়েছে আয়কর দফতর। এর বাইরে পশ্চিমবঙ্গের আরেক টিএমসি নেতার বাড়িতে পৌঁছেছে আইটি দল। কিন্তু, কীসের ভিত্তিতে আইটি অভিযান চালানো হয়েছে, এই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর অনুযায়ী, গত ১০ ঘন্টা ধরে টিএমসি বিধায়কের বাড়িতে আইটি অভিযান ও তল্লাশি চলছে। এছাড়াও, বিধায়ক জাকির হুসেনের ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। আয়কর দফতরের প্রায় ২০টি গাড়ি অভিযান চালাতে সমস্ত জায়গায় পৌঁছেছে। 

গত বুধবার ১১ই জানুয়ারী, কেন্দ্রীয় বাহিনী জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি এবং ধূলিয়ানের বিজলি বিড়ি কারখানা ঘিরে ফেলে। সেই সময় স্ত্রী, পুত্র, কন্যা-সহ জাকির হোসেন বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকে প্রথমে আয়কর দপ্তরের আধিকারিকরা জাকির ও তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন।

প্রাক্তন মন্ত্রী তথা বিধায়কের তাঁর বাড়ি, অফিস এবং গুদামে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির সময় বিধায়কের অফিস থেকে ৯ কোটি টাকা ও ২ কোটি টাকা কারখানা এবং গুদাম থেকে উদ্ধার করেন আধিকারিকরা। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]