আয়কর দপ্তর

IT Raid in WB: জঙ্গিপুরের বিধায়ক জাকিরের বাড়িতে উদ্ধার ‘কুবেরের ধন’!

IT Raid in WB: জঙ্গিপুরের বিধায়ক জাকিরের বাড়িতে উদ্ধার ‘কুবেরের ধন’!
Key Highlights

মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের আবাসিক কারখানা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের আয়করের অভিযানে উদ্ধার নগদ ১১ কোটি টাকা।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতাদের অসুবিধা কমার নামই নিচ্ছে না। এবার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে আয়কর অভিযানের খবর সামনে এসেছে। বলা হচ্ছে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের আবাসিক ও কারখানা চত্বরে হানা দিয়েছে আয়কর দফতর। এর বাইরে পশ্চিমবঙ্গের আরেক টিএমসি নেতার বাড়িতে পৌঁছেছে আইটি দল। এখন পর্যন্ত কীসের ভিত্তিতে আইটি অভিযান চালানো হয়েছে এবং নেতাদের বাড়ি থেকে কী উদ্ধার করা হয়েছে, এই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাদের ভোগান্তি কমার নামই নিচ্ছে না। আবার এক তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে আয়কর অভিযানের খবর সামনে এসেছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হুসেনের আবাসিক ও কারখানা চত্বরে হানা দিয়েছে আয়কর দফতর। এর বাইরে পশ্চিমবঙ্গের আরেক টিএমসি নেতার বাড়িতে পৌঁছেছে আইটি দল। কিন্তু, কীসের ভিত্তিতে আইটি অভিযান চালানো হয়েছে, এই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর অনুযায়ী, গত ১০ ঘন্টা ধরে টিএমসি বিধায়কের বাড়িতে আইটি অভিযান ও তল্লাশি চলছে। এছাড়াও, বিধায়ক জাকির হুসেনের ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। আয়কর দফতরের প্রায় ২০টি গাড়ি অভিযান চালাতে সমস্ত জায়গায় পৌঁছেছে। 

গত বুধবার ১১ই জানুয়ারী, কেন্দ্রীয় বাহিনী জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি এবং ধূলিয়ানের বিজলি বিড়ি কারখানা ঘিরে ফেলে। সেই সময় স্ত্রী, পুত্র, কন্যা-সহ জাকির হোসেন বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকে প্রথমে আয়কর দপ্তরের আধিকারিকরা জাকির ও তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন।

প্রাক্তন মন্ত্রী তথা বিধায়কের তাঁর বাড়ি, অফিস এবং গুদামে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির সময় বিধায়কের অফিস থেকে ৯ কোটি টাকা ও ২ কোটি টাকা কারখানা এবং গুদাম থেকে উদ্ধার করেন আধিকারিকরা। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Mount Erebus | রোজ প্রায় ৮০ গ্রাম করে সোনা বেরোয় এই আগ্নেয়গিরি থেকে! ভারতে মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা! তাও কেন ধারের কাছে পৌঁছতে পারেন না কেউ?
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla