IND vs PAK WCL | পহেলগাঁও নিয়ে কটূক্তি, ধাওয়ান-আফ্রিদি মতবিরোধে ভেস্তে গেলো লেজেন্ডস লিগের ভারত-পাক ম্যাচ

Sunday, July 20 2025, 6:23 am
highlightKey Highlights

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে নামতে আপত্তি শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের।


রবিবার ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। তবে ক্রিকেটারদের মতবিরোধে ভেস্তে গেলো ম্যাচ। উল্লেখ্য, পহেলগাঁও আক্রমণ এবং অপারেশন সিঁদুর নিয়ে নেটদুনিয়ায় একে অপরকে আক্রমণ করেছিলেন শিখর ধাওয়ান ও শহীদ আফ্রিদি। তারপরই শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপরে একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File