আন্তর্জাতিক

Zimbabwe | খাদ্য সংকটে ভুগছে জিম্বাবুয়ে, সংকট মেটাতে ২০০টি হাতি শিকারের সিদ্ধান্ত

Zimbabwe | খাদ্য সংকটে ভুগছে জিম্বাবুয়ে, সংকট মেটাতে ২০০টি হাতি শিকারের সিদ্ধান্ত
Key Highlights

খরায় খাদ্য সংকটে জিম্বাবুয়ে ২০০ হাতি শিকারের পরিকল্পনা করেছে, হাতির মাংস দুর্ভিক্ষ পীড়িতদের জন্য বিতরণ করা হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী খরায় খাদ্য সংকটে ভুগছে জিম্বাবয়ে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ে ২০০টি হাতির শিকারের পরিকল্না করা হয়েছে। ৬৫,০০০ হাতির কারণে হওয়া বিপুল পরিমাণ ক্ষতি এবং মানুষ প্রাণীর সংঘর্ষ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিকার করা হাতির মাংস খরা পীড়িতদের জন্য খাবার হিসেবে বিতরণ করা হবে। তবে এই সিদ্ধান্তের জন্য পর্যটন ক্ষতি ও পরিবেশগত সমস্যার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।