Bangladesh | নির্বাচনের ঘন্টি বাজছে বাংলাদেশে, ভোট চাইতে পথে নামবে হাসিনার আওয়ামী লীগ?
Friday, March 7 2025, 2:19 pm

নির্বাচনের তোরজোড় শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হল, এই ভোটযুদ্ধে কি নামতে পারবে আওয়ামি লিগ?
হাসিনা দেশছাড়া। এদিকে বদলের বাংলাদেশে শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। তবে নির্বাচনের বঙ্গবন্ধুর দল 'আওয়ামী লীগ' দাঁড়াতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী পড়ুয়াদের দ্বারা গঠিত 'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'। এই পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এদিন বলেন, কোনোভাবেই তাঁরা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেবেননা। সূত্রের খবর, বাংলাদেশে আওয়ামি লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ইউনুস সরকার। দ্রুত এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- মহম্মদ ইউনুস
- মহাম্মদ ইউনূস
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- শেখ হাসিনা