Acid Attack Belur | কোথায় নিরাপদ নারীরা? বেলুড়ে অ্যাসিড হামলার শিকার তরুণী! রাতে ঘুমন্ত অবস্থায় থাকার সময় গায়ে ছোড়া হলো অ্যাসিড

Thursday, August 22 2024, 9:07 am
Acid Attack Belur | কোথায় নিরাপদ নারীরা? বেলুড়ে অ্যাসিড হামলার শিকার তরুণী! রাতে ঘুমন্ত অবস্থায় থাকার সময় গায়ে ছোড়া হলো অ্যাসিড
highlightKey Highlights

হাওড়ায় এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগ! পুলিশ সূত্রে খবর, হাওড়া জেলার বেলুড়ের ভোটবাগান এলাকায় এই ঘটনা ঘটে।


আর জি কর কাণ্ডের পর কলকাতা তথা গোটা রাজ্য, দেশে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিবাদে রোজই পথে নামছেন অসংখ্য মানুষ। এরই মধ্যে হাওড়ায় এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগ! পুলিশ সূত্রে খবর, হাওড়া জেলার বেলুড়ের ভোটবাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১টা নাগাদ ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে তরুণীর শরীরে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। অ্যাসিড হামলায় তরুণী গুরুতর জখম হয়েছে। তরুণীর মা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট