Pune Rape in Bus | পুলিশ স্টেশনের ১০০ কিলোমিটার দূরে ধর্ষণ! ফাঁকা বাসে তরুণীর ওপর চললো নৃশংস যৌন অত্যাচার!

Wednesday, February 26 2025, 3:21 pm
highlightKey Highlights

বাড়িতে ছেড়ে দেওয়া নাম করে ফাঁকা বাসের ভেতরে তরুণীকে ধর্ষণ!এই নৃশংস ঘটনা ঘটেছে পুলিশ স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরে!


বাড়িতে ছেড়ে দেওয়া নাম করে ফাঁকা বাসের ভেতরে তরুণীকে ধর্ষণ! আর এই নৃশংস ঘটনা ঘটেছে পুলিশ স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরে! ২৬ বছর বয়সী নির্যাতিতা একজন পরিচারিকা। তিনি নিজের গ্রাম সাতারার ফল্টনে যাচ্ছিলেন ওই বাসে। পুলিশ সূত্রে খবর, তরুণীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম করে ফাঁকা বাসে নৃশংস যৌন অত্যাচার চালায় দত্তাত্রেয় রামদাস নামের ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা গেলেও এখনও তাকে গ্রেফতার হয়নি। এদিকে এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়ে স্বর্গতে বাসস্টপে ভাঙচুর চালায় শিবসেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File