Bangalore | জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ, বেঙ্গালুরু থেকে গ্রেফতার যুবতী!
Wednesday, July 30 2025, 10:05 am
Key Highlightsজঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বছর ৩০ এর এক যুবতী।
জঙ্গি সন্দেহে ফের দেশ থেকে গ্রেফতার। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বছর ৩০ এর এক যুবতী। ধৃতের নাম সামা পারভিন। সে ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। গুজরাতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ওই যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশ কিছু পদস্থ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। তাদের সঙ্গে সামা নিয়মিত যোগাযোগ রাখতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উল্লেখ্য, সামার আগে আল কায়দা যোগের অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী

