রাজ্য

Siuri | পকেটের চাপে বউকে দিতে পারেননি বড়দিনের উপহার! 'আই লাভ সিউড়ি’র 'লাভ' সাইন চুরি করলেন যুবক

Siuri | পকেটের চাপে বউকে দিতে পারেননি বড়দিনের উপহার! 'আই লাভ সিউড়ি’র 'লাভ' সাইন চুরি করলেন যুবক
Key Highlights

ওই যুবক কান্না জড়ানো গলায় জানায়, বড়দিনে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন। পকেট সঙ্গ দেয়নি।

বউকে 'ভালোবাসা' দিতে পুরসভার ‘লাভ’ সাইন চুরি! বীরভূমে সিউড়ির বাপন বাদ্যকর বড্ডো ভালোবাসেন বউকে। আর সেই ভালোবাসা বোঝাতেই শহর সৌন্দর্যায়নের জন্য সিউড়ি পুরসভার তরফে ‘আই লাভ সিউড়ি’ লেখা বোর্ড থেকে 'লাভ' চিহ্ন চুরি করে বউকে উপহার দেন বাপন। পরে সিসিটিভি ফুটেজ দেখে বাপনকে পাকড়াও করা হয়। কিন্তু ওই যুবক কান্না জড়ানো গলায় জানায়, বড়দিনে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন। পকেট সঙ্গ দেয়নি। তাই লাভ চিহ্ন চুরি করেন। পরে থানার সামনে হাঁটুমুড়ে বসে স্ত্রীকে গোলাপ দেন বাপন।