Yashasvi Jaiswal | যশস্বীর 'যশ' বাড়লো, সেঞ্চুরি হাঁকিয়ে শচীন-ব্র্যাডম্যানদের প্রায় ছুঁয়ে ফেললেন তরুণ বাঁ-হাতি তারকা!

স্যর ডন ব্র্যাডম্যান, শচীন তেণ্ডুলকর, গ্যারি সোবার্সদের সঙ্গে এক কাতারে জায়গা করে নিয়েছে এই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই নিজের জাত চেনালেন যশস্বী জয়সওয়াল। শুক্রবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করতে ৮২ বল খেলেন যশস্বী। ৬৩ বল খেলে পৌঁছন হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে। ২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে ৭ম সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এই নজির রয়েছে বিশ্বের ৩ জন ক্রিকেটারের। ২৪ বছর হওয়ার আগেই ব্যাডম্যান করেছিলেন ১২টি সেঞ্চুরি, শচীন ১১টি সেঞ্চুরি মারেন এবং সোবার্স মারেন ৯টি সেঞ্চুরি। এই তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে নাম লেখালেন বছর তেইশের এই বাঁ হাতি ওপেনার।