WTC Final | ‘চোকার্স’রাই চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট-ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা!
Saturday, June 14 2025, 1:04 pm
Key Highlightsবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের মুকুট মাথায় পড়লো দক্ষিণ আফ্রিকা। ২৭ বছরের ব্যর্থতার পর অবশেষে ঘুচল ‘চোকার্স’ তকমা।
২০২৫ ক্রীড়াবিশ্বে মিরাকলের বছর! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের মুকুট মাথায় পড়লো দক্ষিণ আফ্রিকা। ২৭ বছরের ব্যর্থতার পর অবশেষে ঘুচল ‘চোকার্স’ তকমা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২১২র টার্গেট দেয় অস্ট্রেলিয়া। তবে আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৩৮ রানেই। দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের বিরাট লক্ষ্য খাঁড়া করে অস্ট্রেলিয়া। তবে অসাধ্যসাধন করলেন মার্করাম,বাভুমারা। ৫ উইকেটে ট্রফি ঘরে তুললো দক্ষিণ আফ্রিকার তরুণেরা।

