Vinesh Phogat | 'আমি কুস্তি ছেড়ে দেব নাকি চালিয়ে যাব তা বলতে পারছি না', অবসর ভেঙে ফের কুস্তিতে নামতে পারেন ভিনেশ
Monday, August 19 2024, 3:59 am
Key Highlights
অলিম্পিকে ফাইনালে পৌঁছেও বাড়তি ওজনের জন্য বাতিল হয়ে যান ভিনেশ। এরপরই অবসরের ঘোষণা করেন তিনি।
প্যারিস থেকে ভারতে ফিরেছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। বিমানবন্দরে নামতেই তাঁকে অভ্যর্থনা জানানো হয়। প্যারিস অলিম্পিকে ফাইনালে পৌঁছেও বাড়তি ওজনের জন্য বাতিল হয়ে যান ভিনেশ। এরপরই অবসরের ঘোষণা করেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে অবসর ভেঙে ফের কুস্তিতে নামতে পারেন কুস্তিগীর। ভিনেশ বলেছেন, ‘অলিম্পিক পদক হারানো একটি গভীর ক্ষত যা সেরে উঠতে সময় লাগবে। আমি ভেবেছিলাম আমি কুস্তি ছেড়ে দেব, কিন্তু এই মুহূর্তে আমি কুস্তি ছেড়ে দেব নাকি চালিয়ে যাব তা বলতে পারছি না।’
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স
- কুস্তি
- মহিলা কুস্তিগীর
- কুস্তিগির
- ভিনেশ ফগত