WPL 2026 | ঘোষণা উইমেন্স প্রিমিয়ার লিগের দিনক্ষণ, RTM ব্যবহার করে দীপ্তিকে দলে ফেরাল UP!
Thursday, November 27 2025, 2:04 pm
Key Highlights৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে WPL। তার আগে আজ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে মেগা নিলাম (WPL Auction) আয়োজিত হয়।
৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে WPL। তার আগে আজ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে মেগা নিলাম (WPL Auction) আয়োজিত হয়। WPL ২০২৬ এর জন্য মোট ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার নিলামে ছিলেন। যার মধ্যে, রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে ৩.২০ কোটি টাকায় দীপ্তি শর্মাকে দলে ফেরাল ইউপি ওয়ারিয়র্জ। দীপ্তির জন্য নিলামে প্রথমে বিড করেছিল দিল্লি ক্যাপিটালস। তারা তাঁকে ৫০ লাখ টাকায় কিনেও নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ইউপি ওয়ারিয়র্স রাইট টু ম্যাচ ব্যবহার করে। উল্লেখ্য, এবারই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে RTM ব্যবহার করা হল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ওমেন্স প্রিমিয়ার লীগ
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার

