India vs New Zealand | বিরাট-আইয়ারের সেঞ্চুরি, শামির ৭ উইকেট! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা নিয়ে ফাইনালে ভারত! দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে দিতে পারে বৃষ্টি!
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি, মোহাম্মদ শামি উইকেট নেওয়ার রেকর্ড, শ্রেয়স আইয়ারের সেঞ্চুরিতে ৭০ রানে জিতে বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে উঠলো বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল।
বিশ্বকাপ ২০২৩ এ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতীয়দের জন্য। ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা নিলো টিম ইন্ডিয়া। ৭০ রানে নিউজিল্যান্ডকে হ্যারিয়েই ফাইনালে উঠলো ভারত। এর পাশাপাশি একদিকে বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি (Virat Kohli 50th Century) অন্যদিকে মোহাম্মদ শামির উইকেট (Mohammed Shami wickets) নেওয়ার রেকর্ড। প্রত্যেক ভারতীয়র কাছে এখন সেলিব্রেশন টাইম। এখন অপেক্ষা কেবল ১৯ তারিখের।
বিরাটের 'বিরাট'কৃতি :
বুধবার, ১৫ই নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর বিরুদ্ধে খেলতে নামে নিউজিল্যান্ড। গ্যালারিতে হাজির ছিলেন খোদ ক্রিকেট 'ভগবান' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। শুরুতে ওপেনিং জুটির কাঁধে ভর দিয়ে ভালোই এগোচ্ছিল ভারত, কিন্তু ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর হাল ধরতে নামেন কোহলি। বিরাট মাঠে নামতেই অনেকেই ফিরে পান আশা। কার্যত সকলেই জানতেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল রান তোলার সঙ্গে সঙ্গে সেঞ্চুরি করার লক্ষ্যে নামবেন বিরাট। এর আজাদ ইডেনে ৪৯তম সেঞ্চুরি করেছিলেন বিরাট। সেবার একটুর জন্য ভাঙতে পারেননি কোহলি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই লক্ষ্য পূরণ করলেন 'কিং' কোহলি।
আরও পড়ুন : 'ভগবানে'র সামনেই 'বিরাট' স্বপ্নপূরণ! মাস্টার-ব্লাস্টার সচিনের ৫০তম শতরানের রেকর্ড ভাঙলেন কোহলি!
সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমে বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি (Virat Kohli 50th Century) করার সঙ্গে সচিনের সামনেই তাঁর এক জোড়া রেকর্ড ভেঙে দেন। এই ম্যাচে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশতরান করেন বিরাট। এ বারের বিশ্বকাপে অষ্টম বার ৫০ রানের গন্ডি পেরোলেন কোহলি। তার মধ্যে রয়েছে দু’টি ইনিংসে শতরান। বাকিগুলির মধ্যে প্রায় তিন বার শতরানের কাছে এসেও থেমে গিয়েছেন। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেন। এরপর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থাকেন কোহলি। পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়াংখেড়েতেই ৮৮ রান করেন বিরাট। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রানে ফিরে যেতে হয় কোহলিকে। এই ম্যাচে ৫৯ বলে অর্ধশতরান করেছেন।
৬৭ বলে ১১৭ রান তোলেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে সচিনের করা ৫০টি সেঞ্চুরির রেকর ভেঙের দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম ৫০ শতরান করার রেকর্ডও গড়েন কোহলি। উল্লেখ্য, সচিন ২০০৩ বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৮১, নামিবিয়ার বিরুদ্ধে ১৫২, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০, পাকিস্তানের বিরুদ্ধে ৯৮, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ এবং কেনিয়ার বিরুদ্ধে ৮৩ রান করেছিলেন। ২০০৩ বিশ্বকাপে সব মিলিয়ে ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন। তবে সেই রান বুধবার সেমিফাইনালেই পেরিয়ে গেলেন কোহলি। যদি ভারত ফাইনালে উঠতে পারে, তা হলে আরও একটি ইনিংস থাকবে কোহলির সামনে।
শামি-৭ :
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালের ম্যাচে বিরাটের সঙ্গে নজির পারফর্ম করেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। দেশের হয়ে ১০০টি এক দিনের ম্যাচ খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়লেন শামি। ভারতের প্রথম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। বুধবার ওয়াংখেড়েতে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক-সহ উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন শামি। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই এখনও দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। তবে ১৭টি ম্যাচ খেলে মোহাম্মদ শামি উইকেট (Mohammed Shami wickets) নিয়ে এই রেকর্ড ব্রেক করে বিশ্বের সপ্তম বোলার হিসাবে নাম লেখালেন। আগে এই কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুথাইয়া মুরলিথরন, লসিথ মালিঙ্গা, ওয়াসিম আক্রম, ট্রেন্ট বোল্ট এবং স্টার্কের। জাহির খান এবং জাভাগল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাঁদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪।
এ বার বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। তিন বার ম্যাচের সেরার পুরস্কারও পেলেন শামি। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচে ৭ উইকেট নিলেন ৫৭ রান খরচ করে। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। ১০০তম এক দিনের ম্যাচ খেলতে নেমে ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে ৭টি উইকেট নিলেন। ছাপিয়ে গেলেন আশিস নেহরার বিশ্বকাপের এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজিরকে।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা :
কেবল বিরাট বা শামিই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের নেপথ্যে রয়েছেন বাকি খেলোয়াড়রাও। প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত, ম্যাচের শুরুতে রোহিত-গিলের আগ্রাসী ব্যাটিং, শ্রেয়স আইয়ারের শতরান সব মিলিয়েই বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে উঠলো ভারত। তবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কে খেলবে তা নিশ্চিত হবে আজ, ১৬ই নভেম্বর ক্রিকেট নন্দন কানন অর্থাৎ ইডেন গার্ডেনসে (Eden Gardens)। কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে যেই দল জিতবে তারা ফাইনালে খেলবে ভারতের বিরুদ্ধে। দুই দলের প্রস্তুতি সারা, একটা ভালো ম্যাচের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। তবে এদিনের ম্যাচ ভেস্তে দিতে পারে, আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে কলকাতায় বৃষ্টির সম্ভবনা বাড়বে। এমনকি ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরী হয়েছে। এদিকে এবার বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনও রিজার্ভ ডে। ফলে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে এক্ষেত্রে বাড়তি দিন দেওয়া হতে পারে বলে খবর। যদি ১৬ই নভেম্বর অর্থাৎ, আজ খেলা না হয়, সেক্ষেত্রে ১৭ই নভেম্বর ম্যাচ হতে পারে। এই দিনটাকে হাতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ১৬ ইনভেম্বর ম্যাচ যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকেই ১৭ তারিখে ম্যাচ শুরু হবে কি না তা অবশ্য বলা হয়নি। তবে যদি ১৭ তারিখ ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে ফাইনালে সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা। কারণ পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা। বিশ্বকাপে এবার গ্রুপস্তরে দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে এর সুবিধা পাবে তারা।