TMC | 'ভুতুড়ে ভোটার' বাছতে হিমশিম খাচ্ছে শাসক দল, ভুত তাড়াতে তৈরী তৃণমূলের 'পঞ্চবাণ'!
Thursday, March 6 2025, 5:18 pm
Key Highlightsভুতুড়ে ভোটার বাছতে ৫টি নীতি তৈরী করলো শাসক দল। প্রত্যেক জেলায় কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে 'ভূতুড়ে' ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে।
ভুতুড়ে ভোটার বাছতে ৫টি নীতি তৈরী করলো শাসক দল। ১)যারা এরাজ্যের ভোটার নন তাঁদের চিহ্নিত করতে হবে। ২)একই এপিক নম্বরে একাধিক নাম থাকলে নামগুলো আলাদাভাবে নথিভুক্ত করতে হবে। ৩)ভোটার তালিকার সত্যতা যাচাই এবং ২০২৫এর তালিকা ধরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রুটিনি করতে হবে। ৪)এরাজ্যের ভোটার হওয়া সত্ত্বেও অযাচিতভাবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের নতুন করে নাম নথিভুক্ত করাতে হবে। ৫)অনলাইনে আবেদন করে যারা ভোটার হয়েছেন তাঁদের ওপর নজরদারি করতে হবে।
- Related topics -
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল কর্মী
- ভোটার কার্ড
- শহর কলকাতা
- নতুন নিয়ম
- পশ্চিমবঙ্গ সরকার

