Cancer Hospital | ক্যানসার চিকিৎসার জন্য বিশ্বমানের হাসপাতাল তৈরী করার পরিকল্পনা দুর্গাপুরে, থাকবে ১০০০ বেড, বিদেশের চিকিৎসক
দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্য ১,০০০ বেডের হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্বমানের ক্যানসার হাসপাতাল তৈরী হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্য ১,০০০ বেডের হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ বেড নিয়ে হাসপাতাল তৈরি করা হবে। তারপর শয্যার সংখ্যা ৫০০টি বাড়ানো হবে। দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবিত হাসপাতালের বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য আলাদা বিভাগ থাকবে। সেই বিভাগের অধীনে উপবিভাগও তৈরি করা হবে। বিদেশ থেকে ডাক্তার আনা হবে। ওই হাসপাতাল তৈরি করা হবে দুর্গাপুর বিমানবন্দরের কাছেই।
- Related topics -
- স্বাস্থ্য
- ক্যান্সার
- রাজ্য
- পশ্চিমবঙ্গ