Gukesh D | ধোনির স্যালারির চেয়েও বেশি ট্যাক্স দিতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশকে! অঙ্কের পরিমাণ জানলে ঘুরবে মাথা

Monday, December 16 2024, 3:34 pm
highlightKey Highlights

বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে যেমন খেতাব পেয়েছেন গুকেশ, সঙ্গে পেয়েছেন ১১.৩৪ কোটি টাকা আর্থিক পুরস্কারও।


সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন ভারতের দাবাড়ু গুকেশ ডি। গুকেশের সাফল্যে গর্বিত সকল ভারতীয়। কিন্তু তাঁর জয়ের আনন্দের সঙ্গে রয়েছে বিড়ম্বনাও! কারণ বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হবে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নকে। এমনকি এই পরিমাণ অর্থ মহেন্দ্র সিং ধোনির আইপিএল স্যালারির চেয়েও বেশি! বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে যেমন খেতাব পেয়েছেন গুকেশ, সঙ্গে পেয়েছেন ১১.৩৪ কোটি টাকা আর্থিক পুরস্কারও। কিন্তু তার মধ্যে থেকে প্রায় ৪.৬৭ কোটি টাকা তাঁকে দিতে হবে ট্যাক্স!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File