তালিবানের ভয়ে আফগান মহিলা শ্রমিকরা আর ঘরবন্দি হয়ে থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন

Wednesday, September 29 2021, 3:31 pm
highlightKey Highlights

দীর্ঘ দিন ধরে বহু পরিশ্রমের দ্বারা দাঁড় করিয়েছেন ব্যবসা। তালিবদের আতঙ্কে কোনও পরিস্থিতিতেই সেই ব্যবসা বন্ধ করবেন না এমনটাই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন হেরাট প্রদেশে জাফরানের মশলা ব্যবসার সঙ্গে যুক্ত আফগান মহিলারা। সাফিকে আত্তাই ২০০৭ সাল নাগাদ হেরাটের পাশতন জারঘন জেলায় ২৫ হেক্টর জমিতে জাফরান মশলার কারখানা তৈরি করেছিলেন। ওই জমিতেই জাফরান ফুলের চাষ হয় আর কারখানায় তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামী ‘জাফরান ক্রোকাস’মশলা। আত্তাইয়ের সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। জাফরান ফুল তোলার কাজের সঙ্গে যুক্ত সংস্থার এক হাজারেরও বেশি আফগান মহিলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File