আইফোন তৈরি কারখানা ভাঙচুর! বেতন পছন্দ না হওয়ায় কর্নাটকে কারখানা ভাঙচুর করল কর্মীরা।
Sunday, December 13 2020, 9:00 am
Key Highlightsবেতন পছন্দ না হওয়ায় অফিসে ভাঙচুর চালালেন জনাকয়েক কর্মী। কর্নাটক সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে, এই ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উইস্ট্রন কর্পোরেশন আইফোন ৭, লেনোভো, মাইক্রোসফটের আইটি প্রডাক্ট তৈরি করে। বেঙ্গালুরুর ৫০ কিলোমিটার পূর্বে কোলার জেলার নরসাপুরায় এই কারখানার কর্মীরা আজ সকালে আচমকা অশান্তি শুরু করেন। তাঁদের অভিযোগ, বেতন নিয়ে বেশ কয়েক মাস তাঁদের ঝুলিয়ে রাখা হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁরা অফিসে ইটপাটকেল ছোঁড়েন, সংস্থার একটি নেম বোর্ডে আগুন ধরিয়ে দেন, একটি গাড়িতেও লাগানো হয় আগুন।
- Related topics -
- আইফোন
- কর্ণাটক
- অফিস ভাঙচুর
- দেশ

