Women's Reservation Bill | লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিল! পক্ষে পড়লো ৪৫৪টি ভোট, বিপক্ষে ২টি!
দিনভর তর্ক-বিতর্কের পর সন্ধ্যায় লোকসভায় পাস হলো মহিলাদের সংরক্ষণ বিল। মহিলা সংরক্ষণ বিল অনুযায়ী, দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।
লোকসভায় পাস হলো মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। দিনভর চর্চার পর বুধবার সন্ধ্যায় পাস হয় এই বিল। সূত্রের খবর,মহিলাদের সংরক্ষণ বিল (Women's Reservation Bill) এর পক্ষে ভোট পড়েছে ৪৫৪টি এবং বিপক্ষে ২টি। এদিন, ২০ই সেপ্টেম্বর, নতুন সংসদ ভবনে প্রবেশের প্রথম দিনই এই বিল পেশ করা হয় লোকসভায়। যদিও এই বিল পাস নিয়ে দিনভর চলে নানা তর্ক-বিতর্ক।
মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) অনুযায়ী, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, আগেই লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল (Women's Reservation Bill) পেশ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মত, সংসদের বিশেষ অধিবেশনেমহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করে এক ঢিলে বহু পাখি মারার লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। একদিকে যেমন ২০২৪-এর ভোটের আগে মহিলাদের সশক্তিকরণের উদ্যোগ, পাশাপাশি তেমনই কৃতিত্ব নিজেদের হাতে নিতে চেয়েছে কেন্দ্র সরকার।
লোকসভায় এদিন এই বিল নিয়ে আলোচনা শুরু হয় সকাল ১১টা থেকে। তবে সন্ধে ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা ধরে এই বিল নিয়ে বিতর্ক-আলোচনা চলে। মোদি সরকারের আনা এই বিলে শর্তসাপেক্ষে সমর্থন করেছে বিরোধীরা। এদিন লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে। বাগ-বিতন্ডায় জড়ায় শাসক-বিরোধী পক্ষ। তৃণমূলের তরফে বক্তব্য রাখেন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। এদিন অধিবেশন শুরুর আগে রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছিল বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। এদিন কংগ্রেসের তরফে বক্তব্য পেশ করেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। সনিয়া মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) প্রসঙ্গে বলেন, এই বিল রাজীব গান্ধীর (Rajiv Gandhi) স্বপ্ন ছিল। কংগ্রেসই এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়ে ওবিসি (OBC) দের এর আওতায় আনার দাবি জানান সনিয়া।
অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিলের খামতিগুলি তুলে ধরে সরব হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপি (BJP) সরকারকে নিশানা করে তিনি বলেন, মোদি সরকারে মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। এদিনই মহিলা সংরক্ষণ বিল পাস করে আইন প্রণয়ন করার দাবি জানান তিনি। দেশের ৯০ জন সচিবের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সমাজের থাকায় অবিলম্বে জাত গণনা ঘোষণা অথবা কংগ্রেসের শাসনকালে হওয়া জাতগণনার তথ্য প্রকাশ করার দাবিও জানান রাহুল গান্ধী। যদিও বিজেপি পাল্টা দাবি করে কংগ্রেসের আনা বিল ত্রুটিপূর্ণ ছিল। কংগ্রেসের আনা একাধিক বিল মহিলা বিরোধী বলে দাবি করে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, এদিন পাস হওয়া মহিলাদের সংরক্ষণ বিল (Women's Reservation Bill) অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসনে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, যে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত মোট আসনের এক তৃতীয়াংশ সেই গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ করা উচিত। বিল অনুযায়ী, আইন প্রণয়ন হয়ে গেলে আগামী ১৫ বছর মহিলাদের জন্য এই সংরক্ষণই বজায় থাকবে।