FIH Pro League | পুরুষরা হারলেও জিতল মহিলারা, হকিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিলো ভারতের মেয়েরা
Sunday, February 16 2025, 6:54 am

এফআইএইচ প্রো লিগে স্পেনের কাছে পুরুষ হকি দল হেরে গেল ১:৩ গোলে। পুরুষ দল হেরে গেলেও মহিলারা ইংল্যান্ডকে হারিয়ে দিল ৩:২ গোলে।
এফআইএইচ প্রো লিগের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতীয় শিবিরে। কলিঙ্গ স্টেডিয়ামে স্পেনের কাছে ১:৩ গোলে হারলো ভারতীয় পুরুষ হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন শুখজিত সিং। তবে এই হারের যোগ্য প্রতিশোধ নিলো মহিলা দল। এদিনকার ম্যাচে ভারতের মহিলা হকি দল ইংল্যান্ডকে হারিয়ে দিল ৩:২ গোলে। ম্যাচের ৬ মিনিটেই প্রথম গোলটি করে ফেলেছিলো ভারতের মেয়েরা। মণিষা, দীপিকা, নবনীতের গোলেই ম্যাচ জিতলো ভারত। এদিনকার ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় হকি টিম
- ভারতীয় মহিলা হকি টীম
- হকি
- ভারতীয় হকি দল
- অ্যাড হকি ফেডরেশন
- অন্য খেলা