দেশ

Jodi Dara | 'দ্রৌপদী প্রথা'য় একইসঙ্গে দুই সহোদর ভাইকে বিয়ে করলেন মহিলা! কী এই প্রথা? রয়েছে আইনি স্বীকৃতি?

Jodi Dara | 'দ্রৌপদী প্রথা'য় একইসঙ্গে দুই সহোদর ভাইকে বিয়ে করলেন মহিলা! কী এই প্রথা? রয়েছে আইনি স্বীকৃতি?
Key Highlights

হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামের দুই সহোদর ভাই প্রদীপ নেগি এবং কপিল নেগিকে একসঙ্গে বিয়ে করেন কুনহাট গ্রামের সুনিতা চৌহান।

ভারতের আইন অনুযায়ী একই সঙ্গে দু'জনকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। তবুও দুই সহোদর ভাইকে একসঙ্গে বিয়ে করলেন মহিলা! হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামের দুই সহোদর ভাই প্রদীপ নেগি এবং কপিল নেগিকে একসঙ্গে বিয়ে করেন কুনহাট গ্রামের সুনিতা চৌহান। আসলে এই প্রথাকে 'জোড়িদারা প্রথা' বা 'দ্রৌপদী প্রথা' বলা হয়ে থাকে। হিমাচলের হাট্টি সম্প্রদায়ের এই প্রথা অনুসারে, একজন নারী একই পরিবারের একাধিক পুরুষকে বিয়ে করতে পারেন। তবে তাঁদের সহোদর ভাই হতে হবে। হিমাচল প্রদেশের হাইকোর্টও ‘জোড়িদার প্রথা'কে স্বীকৃতি দিয়েছে।