Trump Tariff | ভারতকে শুল্ক নিয়ে ছাড় দেবে ট্রাম্প প্রশাসন? সমঝোতা করতে আলোচনায় বসতে চায় আমেরিকা!

ভারতের উপর ২৬ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক নেওয়া হবে।
বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক প্রয়োগের পর থেকে চিন্তায় প্রায় সব দেশ। বাদ নেই ভারতও। ভারতের উপর ২৬ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক নেওয়া হবে। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চলেছে আমেরিকা। বিশেষজ্ঞদের অনুমান, এই আলোচনার মাধ্যমে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে সমঝোতা করতে চলেছে আমেরিকা। ভারত ছাড়াও ইজরায়েল, ভিয়েতনামের সঙ্গে সমঝোতা চালাচ্ছেন ট্রাম্প। ভিয়েতনামের সঙ্গে আলোচনার বিষয়টি নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।