R G Kar | 'সিনিয়রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব,তদন্তে একেবারেই খুশি নই' ; সুপ্রিম নির্দেশ মানবেন জুনিয়র চিকিৎসকরা?
অজ আরজিকর ঘটনার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।
অজ আরজিকর ঘটনার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। এখন প্রশ্ন তাহলে কি বন্ধ হয়ে যাবে 'তিলোত্তমা'র জন্য প্রতিবাদ আন্দোলন? আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, “সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে, তাকে সম্মান দিয়ে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সিনিয়রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমরা তদন্তে একেবারেই খুশি নই। কী অগ্রগতি, কী পেল, সেটাই বুঝতে পারছি না।”