Junior Doctor Protest | মহালয়ার আগেই আন্দোলনের পরবর্তী রূপরেখা সামনে আনবেন জুনিয়র ডাক্তাররা?
Wednesday, September 25 2024, 6:01 pm

সূত্রের খবর, মঙ্গলবার তাঁদের জেনারেল বডি বৈঠকে সেই আন্দোলনের প্রাথমিক রূপরেখা বা খসড়া প্রস্তুত করা হয়েছে।
নতুন করে আন্দোলনের পরিকল্পনা করছেন জুনিয়র ডাক্তাররা? সূত্রের খবর, মঙ্গলবার তাঁদের জেনারেল বডি বৈঠকে সেই আন্দোলনের প্রাথমিক রূপরেখা বা খসড়া প্রস্তুত করা হয়েছে। যদিও সেই বিষয়ে এখনই বিস্তারিত কোনও খবর দিতে চাইছেন না তাঁরা। সূত্র বলছে, মহালয়ার বেশ কয়েক দিন আগেই আন্দোলনের পরবর্তী রূপরেখা সামনে আনবেন জুনিয়র ডাক্তাররা। আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার ধনধান্য স্টেডিয়ামে তাঁরা একটি নাগরিক সম্মেলনের ডাক দিয়েছেন। সেই আয়োজনেই আন্দোলনের পরবর্তী পর্যায় সম্পর্কে একটা স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে বলে আশা।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- রাজ্য
- পশ্চিমবঙ্গ