2030 Commonwealth Games | ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত? দরপত্র জমা দিলো ক্রীড়ামন্ত্রক!

Friday, March 21 2025, 7:42 am
highlightKey Highlights

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে বিড জমা দিল ভারতের ক্রীড়ামন্ত্রক!


২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে বিড জমা দিল ভারতের ক্রীড়ামন্ত্রক! সূত্রের খবর, তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। প্রথমে ঠিক হয়েছিল, ২০৩০ এর কমনওয়েলথ গেমস আয়োজন করবে কানাডার অ্যালবার্টা প্রদেশ। কিন্তু খরচের ভয়ে আলবার্টা সরে দাঁড়ায়। এরপরই তিরিশের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়ে দরপত্র জমা দিয়েছে ভারত। আসলে ২০২৬ অলিম্পিকের বিড করতে চায় ভারত। সে জন্যই এখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে দেশের ক্রীড়ামন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File