WTC Final | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে ভারত? কীভাবে ফাইনালে উঠতে পারবে টিম ইন্ডিয়া?
Monday, December 2 2024, 12:35 pm
Key Highlights
গতবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট টিম পরাজিত হলেও, এবারের চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে মেন ইন ব্লুর!
গতবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট টিম পরাজিত হলেও, এবারের চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে মেন ইন ব্লুর! হিসেব বলছে ভারত যদি ৫:০, ৪:১, ৪:০ বা ৩:০ ফলে বর্ডার গাভাসকর ট্রফি জেতে তাহলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। অন্যদিকে, ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩:১ ফলে হারায় এবং শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে দুই দল ড্র করলে বা শ্রীলঙ্কা জিতে গেলে ফাইনালে চলে যাবে ভারত।