Dorina Crossing | ডোরিনা ক্রসিংয়ের নাম হয়ে যাবে 'অভয়া ক্রসিং'? চিকিৎসকদের আবেদন মেনে ম্যাপ থেকে ‘ডোরিনা’র নাম মুছলো Google

Thursday, December 26 2024, 8:37 am
Dorina Crossing | ডোরিনা ক্রসিংয়ের নাম হয়ে যাবে 'অভয়া ক্রসিং'? চিকিৎসকদের আবেদন মেনে ম্যাপ থেকে ‘ডোরিনা’র নাম মুছলো Google
highlightKey Highlights

এবার Google ম্যাপ থেকে মুছে ফেলা হলো ডোরিনা ক্রসিং এর নাম। Google ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং।


শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ধর্মতলার ডোরিনা ক্রসিং। তবে এবার Google ম্যাপ থেকে মুছে ফেলা হলো ডোরিনা ক্রসিং এর নাম। Google ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। জানা গিয়েছে, আরজিকরের নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিংয়ের নামকরণ করার দাবিতে আবেদন জানান আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের দাবি, ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন করে 'অভয়া ক্রসিং' বা 'তিলোত্তমা ক্রসিং' রাখা হোক। Google সেই অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব, মেয়রকে জানানো হয় বিষয়টি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File