DumDum Airport | দমদম বিমানবন্দর থেকে চালু হবে ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা?বিধানসভায় আলোচনার তৎপরতা

Friday, November 22 2024, 4:21 pm
DumDum Airport | দমদম বিমানবন্দর থেকে চালু হবে ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা?বিধানসভায় আলোচনার তৎপরতা
highlightKey Highlights

দমদম বিমানবন্দর থেকে চালু হবে ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা? এই বিষয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা হতে চলেছে বলে খবর।


দমদম বিমানবন্দর থেকে চালু হবে ইউরোপের দেশগুলিতে বিমান পরিষেবা? এই বিষয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, ইতিমধ্যে বিলের খসড়া বিধানসভায় জমা দিয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক শংকর ঘোষ। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল হলেও ইউরোপের দেশগুলিতে সরাসরি কোনও উড়ান নেই দমদম থেকে। ফলে মুম্বই বা দিল্লির মতো শহর থেকে ট্রানজিট পথে ইউরোপ যেতে হয় কলকাতাবাসীকে। সেই সমস্যা মেটানোর উদ্দেশে বিধানসভায় আলোচনার তৎপরতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File