Tsunami | ১৯৫২ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প! জাপানের মতো ভারতেও কি আছড়ে পড়বে সুনামি?

Wednesday, July 30 2025, 5:11 am
highlightKey Highlights

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮! বুধবার ভোরে জোরালো ভূমিকম্প কেঁপে উঠল রাশিয়া। যার প্রভাব পড়েছে জাপান ও আমেরিকাতেও।


রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮! বুধবার ভোরে জোরালো ভূমিকম্প কেঁপে উঠল রাশিয়া। যার প্রভাব পড়েছে জাপান ও আমেরিকাতেও। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্প ১৯৫২ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। আর এই ভূকম্পের জারি হয়েছে সুনামি সতর্কতাও। ইতিমধ্যেই জাপানে ৫০ সেমি উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে খবর। প্রকৃতির কোঁপ কি পড়তে চলেছে ভারতেও? ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভারতে এই মুহূর্তে সুনামির কোনও আশঙ্কা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File