লাইফস্টাইল

আপনি কি জানেন, মেডিক্লেম ও স্বাস্থ্য বীমার মধ্যে পার্থক্য কোথায়?

আপনি কি জানেন, মেডিক্লেম ও স্বাস্থ্য বীমার মধ্যে পার্থক্য কোথায়?
Key Highlights

'স্বাস্থ্যবিমা' আর 'মেডিক্লেম'-এর কথা কমবেশি আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা অনেকেই এই দুইয়ের পার্থক্য বুঝিনা। "মেডিক্লেম" হল শুধু হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা বাবদ খরচের টাকা; দুর্ঘটনার জন্য ভর্তি হলেও পেতে পারেন এবং কিছু নির্দিষ্ট অসুখের চিকিৎসার খরচ পেতে পারেন। সর্বোচ্চ লিমিট ধারিত করবে সেই সংস্থা। অন্যদিকে "স্বাস্থ্যবিমা"-র পরিসর মেডিক্লেমের থেকে বড়, তাই প্রিমিয়ামও বেশি। এক্ষেত্রে হাসপাতালে থাকাকালীন দৈনন্দিন খরচের জন্য আপনি পূর্ব নির্ধারিত হারে নগদ পাওয়া যায়। তবে, এই দুই ক্ষেত্রেই রশিদ দেখিয়ে আয়কর ৮০-ডি ধারায় ছাড় পাওয়া যায়।