Inflation | ২.৩৮ শতাংশ হল ২.০৫ শতাংশ, সামান্য হলেওএক মাসে কমলো মুদ্রাস্ফীতির হার!

Tuesday, April 15 2025, 1:54 pm
highlightKey Highlights

ফেব্রুয়ারির তুলনায় মার্চে সামান্য কমলো ভারতে হোলসেল প্রাইস ইনফ্লেশন (WPI) বা পাইকারি মুদ্রাস্ফীতির হার।


ফেব্রুয়ারির তুলনায় মার্চে সামান্য কমলো ভারতে হোলসেল প্রাইস ইনফ্লেশন (WPI) বা পাইকারি মুদ্রাস্ফীতির হার। ফেব্রুয়ারিতে এই হার ছিল ২.৩৮ শতাংশ, মার্চে তা হয়েছে ২.০৫ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, মূলত খাদ্যপণ্য, জ্বালানি এবং শক্তিক্ষেত্রে দাম কমার কারণে পাইকারি মূল্যবৃদ্ধি সূচক সামান্য নেমেছে। গত মাসের তুলনায় চলতি মাসে উল্লেখযোগ্য ভাবে কমেছে খাবার ও অপরিশোধিত তেলের দাম। পাইকারি বাজারে ১.০৭ শতাংশ দাম কমেছে। যদিও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে জিনিসের দাম বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File