Jay Shah | জয় শাহের বদলে কে হবেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট? জানানো হলো নির্বাচনের দিন

Friday, December 20 2024, 2:47 pm
Jay Shah | জয় শাহের বদলে কে হবেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট? জানানো হলো নির্বাচনের দিন
highlightKey Highlights

১২ জানুয়ারি বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরি কে হবেন।


জয় শাহ ১লা ডিসেম্বর থেকে দায়িত্ব সামলাচ্ছেন আইসিসি চেয়ারম্যান হিসেবে। তার জায়গায় বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব হয়েছেন দেবজিৎ সইকিয়া। কিন্তু বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব কে পাবেন? জানা গিয়েছে, ১২ জানুয়ারি বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরি কে হবেন। নিয়ম অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সচিব বেছে নিতে হবে বোর্ডকে। এক্ষেত্রে দৌড়ে নাম আছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থেকে ডিডিসিএর রোহন জেটলি প্রমুখের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File