বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে অনুমোদন দিল WHO

Thursday, October 7 2021, 6:19 am
highlightKey Highlights

সবচেয়ে প্রাণঘাতী এবং পরিচিত মশাবাহিত রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে এই প্রথম কোনও ভ্যাকসিনকে আন্তর্জাতিকভাবে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ বিশ্বে ফ্যানসিপেরাম ম্যালেরিয়ায় প্রতি দু’মিনিটে একটি করে শিশুর মৃত্যু হয়। তাই শিশুদের জন্য RTS,S/AS01 malaria vaccine -এ ব্যবহারে অনুমোদন দিল WHO। এই প্রতিষেধকটি ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) তৈরি করেছে, নাম 'মস্কুইরিক্স'। হু-এর গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক ডা. পেড্রো আলোনসো এই ভ্যাকসিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File