Delhi's new CM | বুধ না বৃহস্পতি, কবে শপথ নেবেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী? নাম প্রকাশের আগেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু বিজেপির

দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে কে বসতে চলেছেন তা ঠিক হওয়ার আগেই শপথগ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে।
দিল্লির বিধাসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। সূত্রের খবর সব ঠিক থাকলে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী সহ ৯জন মন্ত্রী। যদিও দিল্লির কুর্সিতে কে বসবে তা জানানো হয়নি এখনো। দল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক প্রবেশ বর্মা। শপথ অনুষ্ঠানের জন্য আপাতত রামলীলা ময়দান ও জওহরলাল নেহরু স্টেডিয়ামকে বাছা হয়েছে। প্রধানমন্ত্রী আমেরিকা সফর থেকে ফিরেই ভেন্যু ও মুখ্যমন্ত্রীর নামঘোষণা করবেন।
- Related topics -
- দেশ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- নয়াদিল্লি
- মুখ্যমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- রাজনৈতিক