বিনোদন

AR Rahman | রোজার মাসে ‘ডিহাইড্রেশন’, তারপর বুকে ব্যাথা, এখন কেমন আছেন এআর রহমান?

AR Rahman | রোজার মাসে ‘ডিহাইড্রেশন’, তারপর বুকে ব্যাথা, এখন কেমন আছেন এআর রহমান?
Key Highlights

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান। রবিবার সাতসকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিল্পীকে।

শনিবার রাতেই লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। রোববার ভোরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি চেন্নাইয়ের এক বিখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুরকারকে। সূত্রের খবর, কয়েকঘণ্টা চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে রহমানকে। অস্কারজয়ী সুরকারের ছেলে আমিন ইনস্টাগ্রাম পোস্টে পরিজন, অনুরাগীদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন রহমানকন্যাও।