21 July | ২১শে জুলাই কলকাতার কোন কোন রাস্তা থাকবে বন্ধ? সিঁথি মোড়, হাডকো মোড়, চিংড়িঘাটা ক্রসিং ঘুরে দেখলেন পুলিশ কমিশনার!
Friday, July 18 2025, 2:24 pm
Key Highlightsসপ্তাহের শুরুতেই যাতে রাস্তায় যানযট না হয় তার জন্য সিঁথি মোড়, হাডকো মোড ও চিংড়িঘাটা ক্রসিং ঘুরে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
আগামী সোমবার ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেদিন যানজটের জেরে চরম দুর্ভোগের শিকার হতে পারেন আমজনতা। কীভাবে ওই দিন কলকাতায় যান নিয়ন্ত্রিত হবে, কোন রাস্তা খোলা থাকবে, কোন রাস্তা বন্ধ, তা ইতিমধ্যে খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পুলিশ সূত্রে খবর, সপ্তাহের শুরুতেই যাতে রাস্তায় যানযট না হয় তার জন্য সিঁথি মোড়, হাডকো মোড ও চিংড়িঘাটা ক্রসিং ঘুরে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ধর্মতলার উদ্দেশে আসা গাড়ি কোন দিক দিয়ে ঘুরবে, তা নিয়ে মনোজ ভার্মা আলোচনা করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলী ধরের সঙ্গেও।
- Related topics -
- শহর কলকাতা
- ২১শে জুলাই
- তৃণমূল কংগ্রেস
- ধর্মতলা
- পুলিশ
- কলকাতা পুলিশ

