Corrupt Country | বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? কোথায় সবচেয়ে কম হয় দুর্নীতি? ভারতই বা রয়েছে কত নম্বরে?

Thursday, February 13 2025, 5:56 am
highlightKey Highlights

ডেনমার্কের দুর্নীতি স্কেল শূন্য,অর্থাৎ এই দেশে সরকারি স্তরে দুর্নীতি সবচেয়ে কম।


বিশ্বের প্রায় সব দেশেই দুর্নীতি ভরপুর। কিন্তু সবচেয়ে সরকারি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ২০২৪ সালের Corruption Perceptions Index এর তথ্য অনুযায়ী, ১০০ মানে সবচেয়ে স্বচ্ছ। ০ মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। সেক্ষেত্রে ডেনমার্কের দুর্নীতি স্কেল শূন্য,অর্থাৎ এই দেশে সরকারি স্তরে দুর্নীতি সবচেয়ে কম। এরপরেই রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর এবং নিউজ়িল্যান্ড। তালিকায় ভারতের স্থান ৯৬ নম্বরে। পাকিস্তান রয়েছে ১৩৫ নম্বরে, শ্রীলঙ্কা রয়েছে ১২১ নম্বরে। বাংলাদেশ দাঁড়িয়ে ১৪৯ নম্বরে। চিনের ব়্যাঙ্ক ৭৬।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File