Civil Defence Mock Drill | ৭ মে, বুধবার বাংলায় কোথায় কোথায় হবে মক ড্রিল?

Tuesday, May 6 2025, 10:09 am
highlightKey Highlights

পহেলগাঁও হামলার পর যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে ৭ মে, বুধবার সারা ভারতের কমবেশি আড়াইশোটি জায়গায় হবে মহড়া বা মক ড্রিল।


পহেলগাঁও হামলার পর যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে ৭ মে, বুধবার সারা ভারতের কমবেশি আড়াইশোটি জায়গায় হবে মহড়া বা মক ড্রিল। এই মহড়া হবে বাংলাতেও। স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকা অনুযায়ী, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাশিমারা, খড়গপুর, বার্নপুর আসানসোল, ফরাক্কা-খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, ইসলামপুর, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্সিয়ং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে হবে মহড়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File