AFC Asian Qualifier | ভারত বনাম বাংলাদেশ! কোথায় খেলা হবে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্ব?

ঙ্গলবার AIFFর তরফে জানানো হয়েছে, ২৫ মার্চ শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচ আয়োজিত হবে।
মার্চ মাসে ভারতের প্রথম এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্ব। আর কোয়ালিফায়ারে ব্লু টাইগার্সদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। মঙ্গলবার AIFFর তরফে জানানো হয়েছে, ২৫ মার্চ শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচ আয়োজিত হবে। তার আগে ১৯ মার্চ শিলংয়েই মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। এই প্রতিযোগিতার কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। উল্লেখ্য, ২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে AFC এশিয়ান কাপ।