২০২৪-টি ২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি-র বড় সিদ্ধান্ত
এবছরের টি-২০ ওয়ার্ল্ড কাপ শেষ হতে না হতেই আইসিসি জানিয়ে দিল, পরবর্তী বিশ্বকাপের আসর কোথায় বসবে
বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটকে ছড়িয়ে দিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। ২০২৪ সালের টি-২০ ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত একটি রিপোর্ট থেকে জানা গেছে, USA ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে আইসিসি বিড পাওয়ার আশায় রয়েছে এবং সেখানে পাল্লা ভারি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি মার্কিন মুলুকে অনুষ্ঠিত হয়, তবে তা ক্রিকেটের ঐতিহাসিক সিদ্ধান্তগুলির একটি হিসেবে পরিগণিত হবে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকায় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪ অনুষ্ঠিত হলে সেখানে অনেক দেশ খেলতে আগ্রহী হবে।
একটু অতীত ঘাঁটলে লক্ষ্য করা যাবে, পূর্বে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশেই টি-২০ ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়ে এসেছে। আইসিসির বিড সম্পূর্ণ হলে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি হবে প্রথম বিশ্বকাপ।
ক্রিকেটের অধিকর্তা আইসিসি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলাটিকে অন্তর্ভুক্ত করতে সহায়তা করার জন্য প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্বাচন করতে পারে।