R G Kar | 'কবে কর্মবিরতি ভাঙবেন জুনিয়র ডাক্তাররা?' জিবি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, জুনিয়র চিকিৎসকদের হয়ে জানান আইনজীবী জয়সিং
Tuesday, September 17 2024, 8:22 am

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ৩৯ দিন ধরে কর্মবিরতি চলছে, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরেও চিকিৎসকরা অনড়।
আরজিকরের ঘটনার পর টানা প্রায় ৩৯ দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয় জুনিয়র ডাক্তারদের। এই আবহে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের প্রশ্ন, 'কবে কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা?' প্রশ্নের জবাব দিয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, মঙ্গল কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি সমস্ত সরকারি হাসপাতাল থেকে হোক সিভিকদের সরানোর দাবি করা হয়।