Shubhanshu Shukla | আর কিছুক্ষণেই পৃথিবীতে ফিরতে চলেছেন শুভাংশুরা, কখন কোথায় দেখবেন 'ড্রাগনে'র অবতরণ?

Tuesday, July 15 2025, 6:58 am
highlightKey Highlights

সামারি.ল্পনা মাফিক চললে ড্রাগন ক্যাপসুলটি মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।


সোমবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন 'অ্যাক্সিওম মিশন ৪' এর মহাকাশচারী শুভাংশু শুক্লা ও আরও তিন ক্রু সদস্য। সব পরিকল্পনা মাফিক চললে ড্রাগন ক্যাপসুলটি মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। কিন্তু কখন কোথায় দেখবেন শুভাংশুদের পৃথিবীতে অবতরণ? অ্যাক্সিওম স্পেস X হ্যান্ডেল অনুসারে, অ্যাক্সিওম স্পেস ওয়েবসাইটে ভারতীয় সময় দুপুর ২টো থেকে স্প্ল্যাশডাউনের লাইভ কভারেজ শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File