Radhika Yadav | মেয়ের আর্থিক স্বাধীনতা? রিল ভিডিও? নাকি গ্রামবাসীদের খোঁটা? কেন টেনিস খেলোয়াড় রাধিকাকে খুন করলেন তাঁর বাবা?

জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুন কান্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুন কান্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। নিজের লাইসেন্সড বন্দুক দিয়ে গুলি করে মেয়ে রাধিকাকে খুন করেন বাবা দীপক যাদব। এরপর থেকেই খুনের মোটিভ নিয়ে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশ জানিয়েছে, মেয়ে রাধিকার ইনস্টাগ্রাম রিল করা এবং সম্প্রতি একটি গানের ভিডিয়োয় ফিচার হওয়াতেও তীব্র আপত্তি ছিল দীপকের। অন্যদিকে মেয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বাধীনতার প্রতি বিরক্তি তৈরি হচ্ছিলো দীপলকের৷ পুলিশকে দীপক জানান, তাঁর গ্রামের লোকজন তাকে খোঁটা দিত, যে সে মেয়ের টাকাতে খাচ্ছে।