Shefali Jariwala | বয়স কমানোই হল কাল! কী বলছে কাঁটা লাগা' খ্যাত শেফালির ময়নাতদন্তের রিপোর্ট?

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।
২৭ জুন রাতে মৃত্যু হয় 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জরিওয়ালার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। তদন্তে জানা গিয়েছে, ২৭ জুন রাতে বাড়িতে একটি পুজো ছিল এবং সারাদিন উপোস করছিলেন শেফালি। সারাদিন উপোস করে রাতের খাবার যখন খেতে বসেন, সেই সময় অজ্ঞান হয়ে যান শেফালি। তারপরই হয় মৃত্যু। জানা গিয়েছে, সারাদিন না খাওয়ার পরেও সেদিন রাতে শেফালি রোজকার মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশন নেন। বহু দিন ধরেই বয়স কমানোর চিকিৎসা করছিলেন তিনি।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- মৃত্যু
- ভাইরাল