সদ্যোজাত শিশুকে অনেকক্ষণ ডায়পার পরিয়ে রাখার অসুবিধা কি কি, আসুন জেনে নেওয়া যাক
Saturday, June 26 2021, 11:10 am
Key Highlights
বর্তমান সময়কালে অভিভাবকরা নিজেদের এবং শিশুদের সুবিধার্তে বেশিরভাগ সময়ই ডায়পার পরিয়ে রাখেন। বিশেষজ্ঞদের মতে, ডায়পার পরালে শিশুরা অনেকক্ষণ পর্যন্ত তাতে প্রস্রাব করতে পারে এবং অভিভাবকদের সময় কম খরচ হয়। কিন্তু একটি সদ্যোজাত শিশুকে অনেকক্ষণ ডায়পার পরিয়ে রাখলে এলার্জি থেকে শুরু করে স্কিন র্যাশ এবং টয়লেট ট্রেনিংএ সমস্যা হতে পারে। বিভিন্ন রাসায়নিকের সাহায্যে ডায়পার তৈরী হয়। তাছাড়া সারাদিন ব্যবহারে দিনে অন্তত ৭-৮ টি ডায়পার জরুরি, যা কিনতে পকেটে টান পড়বে। তার বদলে বেশিরভাগ সময় আগেকার দিনের মতন সুতির কাপড়ের ছোট টুকরো করে লঙ্গোট পরালে তা শিশুর স্বাস্থ্যের পক্ষে ভালো।
- Related topics -
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- শিশু