Russia | ভারত ও চীনকে একে ওপরের বিরুদ্ধে লড়িয়ে ফায়দা লুটছে পশ্চিম! দাবি রুশ বিদেশমন্ত্রীর

রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভে অভিযোগ করলেন, ভারত ও চিনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমী বিশ্ব।
ভারত পাক সংঘর্ষে ইতিমধ্যেই হস্তক্ষেপের চেষ্টা করেছে পশ্চিমী বিশ্ব। এবার রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ অভিযোগ করলেন, অর্থনৈতিক ফায়দা লোটার চেষ্টায় ভারত ও চিনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দুদেশের মধ্যে সংঘাত বাঁধানোর চেষ্টা করছে পশ্চিমের দেশগুলি। রুশ বিদেশমন্ত্রীর দাবি, "পশ্চিমের দেশগুলি চিন বিরোধী মনোভাব তুলে ধরতে ওই অঞ্চলকে ‘ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ হিসেবে উল্লেখ করতে শুরু করেছে। ওদের পরিকল্পনা এর ফলে আমাদের দুই বন্ধু রাষ্ট্র ভারত ও চিনের মধ্যে সংঘাত আরও তীব্র হবে।”