খেলাধুলা

Nicholas Pooran | মাত্র ঊনত্রিশেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান!

Nicholas Pooran | মাত্র ঊনত্রিশেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান!
Key Highlights

ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।

আইপিএল শেষ হওয়ার পরই বিশ্রাম চেয়েছিলেন তিনি। সোমবার গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। সোমবার ৯ই জুন ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান পুরান। পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’২০১৬ তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি ২০তে অভিষেক হয়েছিল তাঁর। বর্তমান প্রজন্মের সেরা টি ২০ ব্যাটারদের মধ্যে অন্যতম তিনি।