West Bengal Weather | উত্তরে বর্ষা প্রবেশ করলেও বঙ্গের দক্ষিণে আরও কিছুদিন অস্বস্তিকর গরম! তাপমাত্রা বৃদ্ধি পাবে ২-৩ ডিগ্রি!

Saturday, June 8 2024, 5:22 am
highlightKey Highlights

বর্ষা প্রবেশ করলেও অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিলো,দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই কমছে না গরম। এখনও বেশ কয়েক দিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিমের চার জেলায়। অন্যান্য জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। একদিকে যখন দক্ষিণবঙ্গে কাঠ ফাটা রোদ, সেই সময় উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।


বর্ষা প্রবেশ করলেও অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিলো,দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই কমছে না গরম। এখনও বেশ কয়েক দিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিমের চার জেলায়। অন্যান্য জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। একদিকে যখন দক্ষিণবঙ্গে কাঠ ফাটা রোদ, সেই সময় উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।

 কলকাতার আবহাওয়া :

গত কয়েক দিন ধরেই কলকাতায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। শহরে গরমের পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে হাওয়া অফিসের খবর। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের তিন জেলায় শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পাশাপাশি হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। উল্টে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আলিপুর জানিয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় কাঠফাটা গরম থাকবে। পারদ ঊর্ধ্বমুখী থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার বিকালের পর হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহবিদেরা।

উত্তরবঙ্গের আবহাওয়া :

অন্য দিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করার কারণে সেখানের পরিবেশ মনোরম। শনিবার উত্তরবঙ্গের সব জেলা ভারী বৃষ্টিতে ভিজতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে । রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ৩১ মে কেরল হয়ে বর্ষা প্রবেশ করার কথা ছিল। কিন্তু বর্ষা প্রবেশ করেছে এক দিন আগেই। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে দু’তিন দিন দেরি হতে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File