WB Weather | রবিবার থেকে বদলাবে আবহাওয়া! তাপপ্রবাহের মধ্যে ঝড়-বৃষ্টি নিয়ে স্বস্তির খবর দিলো হাওয়া দফতর!

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকলেও, রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চরম তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। এরই মাঝে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি বহাল থাকলেও, রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি শনিবার থেকেই নাকি বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি থাকবে। এদিকে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।