কেরলের বেশকিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসম ভবন, কলকাতাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Thursday, December 21 2023, 2:33 pm
কেরলের বেশকিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসম ভবন, কলকাতাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
highlightKey Highlights

কলকাতা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পুজোর কদিন কেমন থাকবে জানতে সর্বদা মুখিয়ে রয়েছে উৎসবপ্রিয় বাঙালি। অষ্টমীর দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভবনা ছিল তবে পুজোর মধ্যেই খানিকটা বিলম্বিত হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের আছড়ে পড়ার সম্ভাবনা ৷ মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২ই অক্টোবর, ১৩ই অক্টোবর এবং ১৪ই অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File